New Update
/anm-bengali/media/post_banners/lQflKiuYCn8oiBp7IUXh.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁথিতে জেলা যুব মোর্চার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী,কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, খেজুরী বিধানসভার বিধায়ক ও জেলা যুব মোর্চার সভাপতি শান্তনু প্রামাণিক,জেলার তিন সাধারন সম্পাদক সুদাম পন্ডিত,অসীম মিশ্র ও তাপস দোলুই,জেলা অবজারভার মলয় সিনহা, রাজ্য যুব মোর্চার সাধারন সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্ব বর্গ। এই সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us