নিজস্ব সংবাদদাতাঃ বলিউড অভিনেত্রী নেহা শর্মা তার আসন্ন ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। ছবির নাম 'বিকল্প'। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি হতে চলেছে। ছবির পরিচালক ধিরজ জিন্দল। ছবির গল্প মূলত কর্মক্ষেত্রে নারী-পুরুষ বিদ্বেষ, যৌন নিগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
বুধবার জেরুজালেমের একটি মসজিদে ইসরায়েলি পুলিশ প্রবেশ করে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমের আল-আকসা মসজিদে এই ঘটনা ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে রমজানের নামাজের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। তারপরেই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এছাড়াও রকেট ফায়ার শুরু করা হয় ইসরায়েললি পুলিশের তরফে। যার ফলে এবার এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।