​নিজস্ব সংবাদদাতাঃ প্রান হাতে নিয়ে কাবুল ত্যাগ করতে মরিয়া আফগানবাসীরা। কাবুল বিমানবন্দরের এক বিধ্বংসী দৃশ্য সামনে এলো। নর্দমার ভিতরে দাঁড়িয়ে নিজেদের কাগজপত্র দেখাচ্ছেন মরিয়া আফগানবাসী। কাবুল বিমানবন্দরের ভিতরে ঢুকতে দেওয়ার জন্যেই ভিক্ষা করছেন তারা।