করোনা পজিটিভ রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

author-image
Harmeet
New Update
করোনা পজিটিভ রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: করোনা পজিটিভ রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সমীর মুন্ডা (১৮)। বাড়ি জয়পুর চা বাগানের জটিয়া লাইনে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার রাতে জ্বর আসে সমীরের। বুধবার ভোর পাঁচটা নাগাদ তাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি সমীরকে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসকরা। এরপর সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ড মাস্টার এবং ওই যুবকের পরিবারের তরফে অ্যাম্বুল্যান্সকে ফোন করা হয়। তবে বারবার অ্যাম্বুল্যান্সকে ফোন করেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। এমনকি, কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ উঠেছে ।এদিকে, এই টালবাহানার মাঝেই সকাল ন’টা নাগাদ সুপার স্পেশালিটি হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের। অ্যাম্বুল্যান্স না আসার কারণে ওই যুবককে সময় মতো কোভিড হাসপাতালে পাঠাতে না পারায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে। গোটা বিষয়টিতে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবারের লোকেরা।