​নিজস্ব সংবাদদাতাঃ স্বামীর সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে উড়ে গেলেন বলিউডের মডেল তথা অভিনেত্রী গৌহর খান। মালদ্বীপের নীল সমদ্র সৈকতের সামনে দাড়িয়ে লাল রঙের পোশাকে ভক্তদের মন কাড়ছে গৌহর। স্বামী জাইদ দরবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের মালদ্বীপ ভ্রমনের বিভিন্ন ছবি।