আচমকা CADC পরিদর্শনে এলেন জ্যোতির্ময় কর

author-image
Harmeet
New Update
আচমকা CADC পরিদর্শনে এলেন জ্যোতির্ময় কর


নিজস্ব সংবাদদাতাঃ
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা CADC পরিদর্শনে এলেন রাজ্য CADC র চেয়ারম্যান জ্যোতির্ময় কর। এছাড়াও সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী,ডেবরা CADC আধিকারিক সহ অন্যান্যরা। এদিন দুপুর নাগাদ অফিসে এসে কর্মচারিদের সঙ্গে কথা বলার পর পুরো প্রজেক্ট ঘুরে দেখেন জ্যোতির্ময় কর। তিনি বলেন ডেবরার প্রোজেক্ট পরিদর্শন করার পর তিনি বলেন এই প্রোজেক্ট থাকার জন্য এলাকার স্বনির্ভর গোষ্টীর মহিলারা কাজ করে উপকৃত হচ্ছেন। আগামী দিনেও হবেন।