পুজোয় ঘুরে আসুন হাতের কাছের অভয়ারণ্য থেকে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুজোয় ঘুরে আসুন হাতের কাছের অভয়ারণ্য থেকে

​নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি জঙ্গল পছন্দ করেন? পুজোয় আসে পাশের কোথাও থেকে ঘুরে আসতে চাইছেন? ভাবছেন কোথায় যাবেন? তাহলে ঘুরে আসতেই পারেন আপনার হাতের কাছের অভয়ারণ্য থেকে। চলে আসুন নদীয়া জেলার বেথুয়াডহরী অভয়ারণ্য থেকে। একদিনের ভ্রমণের জন্য সেরা জায়গা এটি। এখানে আসলে আপনার নুন্যতম ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হবে।

Bethuadahari

কি করবেন- অভয়ারণ্যের মাঝে উপভোগ করতে পারবেন নানা পাখি ও বেশকিছু বন্যপ্রাণীদের।

Bethuadahari

যাত্রাপথ- এখানে আসতে রেলপথে আপনাকে শিয়ালদহ স্টেশন ট্রেনে থেকে বেথুয়াডহরী স্টেশনে আসতে হবে আপনাকে। সেইক্ষেত্রে ট্রেন ভাড়া লাগবে মাত্র ৩৫ টাকা। এছাড়াও আপনি সড়ক পথেও পৌঁছাতে পারেন এখানে। সেইক্ষেত্রে আপনি কল্যাণী রাণাঘাট রোড হয়ে চৌডাঙ্গা কুসুমগ্রাম রোড দিয়ে পৌঁছাতে পারেন এই বনে।