​নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্রাক্তন ফুটবলার তথা অলিম্পিয়ান চন্দ্রশেখর গতকাল প্রয়াত হয়েছেন। ৮৫ বছর বয়সে ও চন্দ্রশেখর কোচিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬২ সালে এশিয়াডে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কয়েকটি প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব দিয়েছিলেন ও চন্দ্রশেখর। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতের ফুটবল জগতে।