পঞ্জশির নিয়ে মাসুদ-তালিবান রফা

author-image
Harmeet
New Update
পঞ্জশির নিয়ে মাসুদ-তালিবান রফা

​নিজস্ব সংবাদদাতাঃ 

দুই পক্ষের হুমকি-পাল্টা হুমকির পর অবশেষে মাসুদের বাহিনীর সঙ্গে বৈঠক সাড়ল তালিবান। পঞ্জশীর ও তালিবান বিরোধী বাহিনীর ভবিষ্যৎ নির্ধারণ করতেই ৪০ সদস্যের তালিবান প্রতিনিধি দল বৈঠকে বসেছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।

পঞ্জশীর নিয়েই বিগত কয়েকদিন ধরে চরম অস্বস্তিতে পড়েছে তালিবান। সেখানে আহমেদ মাসুদের নেতৃত্বে গড়ে ওঠা তালিবান বিরোধী বাহিনী তালিবানের দখল থেকে আফগানিস্তানকে মুক্ত করার ডাক দিয়েছে। ইতিমধ্যেই সেখানে ৯ হাজার সেনার এক বিশাল বাহিনী তৈরি করা হয়েছে। আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহও পঞ্জশীরে আশ্রয় নিয়েছেন এবং তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।