মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি

author-image
Harmeet
New Update
মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি


হরি ঘোষ, অন্ডাল:
মন্দিরের তালা ভেঙে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। মন্দিরের বাসনপত্র সমেত তালা ভেঙে সর্বস্ব চুরি করে পালিয়েছে চোরেরা বলে খবর। ঘটনাটি ঘটেছে অন্ডালের চকরাম বাটি কাটিং কালী মন্দিরে । স্থানীয় বাসিন্দা রাজকুমার রাম জানান,আজ সকালে মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা ভেতরে সবকিছু লন্ডভন্ড । মন্দির থেকে চোরেরা চুরি করেছে কাঁসা ও পিতলের বাসনপত্র । এ ছাড়াও মন্দিরের দান পেটি থেকে তালা ভেঙে চুরি করেছে সবকিছু । আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।