দুয়ারে সরকারে আবেদন জমা দেওয়ার ভিড়

author-image
New Update
দুয়ারে সরকারে আবেদন জমা দেওয়ার ভিড়

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে উত্তর সন্দলপুর গ্রামে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল।মঙ্গলবার এই শিবিরে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম, স্বাস্থ্য সাথী ও বার্ধ‍ক্য ভাতা, কৃষক বন্ধু ফর্ম, দেওয়ার জন্য লাইন করে বহু মানুষ ভিড় জমিয়েছে। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত উত্তর সন্দলপুর গ্রামে দুয়ারে সরকার শিবিরে পটাশপুর থানার ওসি ও পটাশপুর ২নং ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, মানুষের ভিড় কিভাবে হচ্ছে সেগুলো ঘুরে দেখছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কোথায় সুবিধা অসুবিধা সবটাই জেনে নিচ্ছেন সাধারণ মানুষদের কাছ থেকে।

আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, সাধারণ মানুষের চাহিদা কিভাবে মেটানো যায় তার জন্য উদ্যোগ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলিকে সাদর আমন্ত্রণ জানিয়েছে সাধারণ মানুষ।