আফগানবাসীকে উদবুদ্ধ করতে বক্তৃতা মাসুদের

author-image
Harmeet
New Update
আফগানবাসীকে উদবুদ্ধ করতে বক্তৃতা মাসুদের

​নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জশির বাঁচাতে মরিয়া আহমেদ মাসুদ ও তাঁর দল। সঙ্গে অবশ্য রয়েছে সেনাবাহিনীর হাতও। তাই এবার তালিবানদের বিপক্ষে আফগানবাসীকে ফের একবার উদবুদ্ধ করতে তৎপর তিনি। দিনের শেষে তাই সকলের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন আহমেদ মাসুদ। আর তাতেই মেতে উঠেছেন আফগানবাসীরা।