মায়ের সঙ্গে ভিন্ন স্বাদের রাখি উৎযাপন ত্রিধার

author-image
Harmeet
New Update
মায়ের সঙ্গে ভিন্ন স্বাদের রাখি উৎযাপন ত্রিধার

​নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত ভাই/দাদার হাতে রাখি বেঁধেই উৎযাপিত হয় রাখি বন্ধন উৎসব। কিন্তু অভিনেত্রী ত্রিধা চৌধুরী এক ভিন্ন স্বাদের রাখি উৎযাপন করলেন। রাখি বন্ধন উপলক্ষ্যে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ত্রিধা। ছবির ক্যাপশনে লিখেছেন, "আমার রক্ষাকর্তা তৃষ্ণা চৌধুরী। শুভ রাখি বন্ধন। এইভাবেই আমায় সবসময় আগলে রেখো তুমি"।