"আমরা তালিবান রাষ্ট্র নই": প্রান্তিক গোষ্ঠীর প্রধানকে ছাড় দিতে অস্বীকার করল আদালত

author-image
New Update
"আমরা তালিবান রাষ্ট্র নই": প্রান্তিক গোষ্ঠীর প্রধানকে ছাড় দিতে অস্বীকার করল আদালত

নিজস্ব প্রতিনিধি:দিল্লির একটি আদালত একটি প্রান্তিক গোষ্ঠীর সভাপতির আগাম বা প্রাক-গ্রেপ্তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে, যিনি সাম্প্রদায়িক স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আদালত বলল, "আমরা তালিবান রাষ্ট্র নই"।

অতিরিক্ত দায়রা বিচারক অনিল আন্তিল 'হিন্দু রক্ষা দল'-এর সভাপতি ভূপিন্দর তোমরের আবেদন খারিজ করে দেন এবং বলেন যে অতীতে এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে যার ফলে দাঙ্গা হয়েছে এবং জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

৮ আগস্ট যন্তরমন্তরে এক সমাবেশে ভূপিন্দর তোমরের বিরুদ্ধে সাম্প্রদায়িক স্লোগান দেওয়া এবং যুবকদের একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে প্রচার করতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।