​নিজস্ব সংবাদদাতাঃ আসছে অভিনেতা বনি সেনগুপ্তর নয়া সিনেমা। পরিচালক সায়ন্তন ঘোষালের পরবর্তী সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির নাম হীরকগড়ের হীরে।
বনি ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন, কৌশানী মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী ও আয়ুষী তালুকদার।