মুষলধারে বৃষ্টিতে নাজেহাল মানুষ

author-image
Harmeet
New Update
মুষলধারে বৃষ্টিতে নাজেহাল মানুষ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ মুষলধারে বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারের বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্বাভাবিক ভাবেই এই বৃষ্টির ফলে জনজীবন সম্পুর্ন রূপে বিপর্যস্ত। সাধারণ মানুষ একপ্রকার এই বৃষ্টির মধ্যে ঘরে বসেই সময় কাটাচ্ছেন। রাস্তা একদম জনশূন্য। আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডগুলো জলমগ্ন। প্রশাসন থেকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন নদী গুলোর দিকে।এছাড়াও প্রশাসন থেকে বিপর্যয় মোকাবিলা করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের তৈরী রাখা হয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী মুষলধারে বৃষ্টির ফলে ভূটানের বিভিন্ন নদী গুলোতে জলস্তর বৃদ্ধি পেয়েছে ।স্বাভাবিক ভাবেই আলিপুরদুয়ারের রায়ডাক, সংকোশ,ডিমা,কালজানি নদী গুলোতে জলস্তর বৃদ্ধি পেয়েছে।