১৮ মাস পর 'হাউসফুল' সিনেমা হল, আশার আলো দেখছেন মালিকরা

author-image
Harmeet
New Update
১৮ মাস পর 'হাউসফুল' সিনেমা হল, আশার আলো দেখছেন মালিকরা

​নিজস্ব সংবাদদাতাঃ  করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। করোনা সংক্রমণ রোধ করার জন্যই গোটা বিশ্বে লকডাউন ঘোষণা হয়। বন্ধ হয় কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, সিনেমা হল… সবকিছুই। অন্য সব ক্ষেত্রের মতো সিনেমা জগতেও ঘনিয়ে আসে করোনার কালো মেঘ। বন্ধ হয় শুটিং, সিনেমা হল। কিন্তু বিনোদন? সেটা কি বন্ধ রাখা গিয়েছে? ঘরবন্দি মানুষ খুঁজেছে সময় কাটানোর নানা বিকল্প। বারবার উঁকি দিয়েছে নেটমাধ্যমে। ওটিটি প্ল্যাটফর্ম মাথাচাড়া দিয়েছে এই সময়। মানুষ ওটিটিতেই খুঁজে নিয়েছে বিনোদনের রসদ। অনেকে মনে করেন, সেই কারণেও হলবিমুখ হয়ে উঠেছেন অধিকাংশ দর্শক। তাতে বিপদ বেড়েছে সিনেমা হলের, সিনেমা-ব্যবসার। তবে সেই পরিস্থিতিও আমরা সামলে উঠেছি। ভ্যাকসিন এসেছে। আমাদের অনেকেরই দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাই মনে অনেকখানি বল সঞ্চয় করেছেন মানুষ। দ্বিতীয় লকডাউনের পর সিনেমা হলও খুলেছে। ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে হলেও, হলে বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। সবচেয়ে বড় কথা – ১৮ মাস পর ফের শোনা যাচ্ছে ‘হাউজফুল’ শব্দটি। হলে মুক্তি পেয়েছে ‘বেল বটম’-এর মতো বলিউডি ছবি। ২৭ অগস্ট শুক্রবার হলেই মুক্তি পাবে ‘চেহরে’। আরও অনেক ছবি মুক্তির তালিকায় রয়েছে। বাংলা ছবি ‘মুখোশ’ ও ‘বিনিসুতোয়’ মুক্তি পেয়েছে। খুশির খবর, দর্শক হলমুখী হয়েছেন। হলে এসে ছবি দেখছেন তাঁরা। ৫০ শতাংশ দর্শকাসন হলেও হল পূর্ণ।