ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩

author-image
Harmeet
New Update
ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩

নিজস্ব সংবাদদাতাঃ একে করোনায় রক্ষে নেই, তার ওপর চোখ রাঙাচ্ছে ডেল্টা, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। জানা গিয়েছে, নতুন করে ২৭ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে সে রাজ্যে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩। 

সূত্রের খবর, ১৮৮ জন করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সি-এর জন্য পাঠানো হয়েছিল মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে। এর মধ্যে ৬৮ শতাংশই আক্রান্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টে। মোট ১২৯ জনের শরীরে ডেল্টা স্ট্রেনের সন্ধান মিলেছে আর ২৭ জনের মধ্যে মিলেছে ডেল্টা প্লাস।