ঝুঁকির পারাপার...

author-image
Harmeet
New Update
ঝুঁকির পারাপার...



হরি ঘোষ, জামুড়িয়া: ঝুঁকির পারাপার। করোনা মহামারীকে উপেক্ষা করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কোথাও এক গলা বা কোথাও এক কোমর জলে অজয় নদী পারাপার করছেন রুটিরুজির টানে। দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। স্থানীয় কিছু যুবক গাড়ির টিউব দিয়ে তৈরি করেছে ভেলা। অটোতে পারাপার করছে মহিলা শিশুসহ, সেইসঙ্গে চলছে দু চাকার গাড়ি। 

ঘটনাটি জামুড়িয়া দরবার ডাঙ্গা অজয় নদীর উপর থাকা সরকার অনুমোদিত অস্থায়ী ব্রিজের। ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে অজয় নদীতে জল বেড়ে যাওয়ায় সেতু একটা অংশ ভেঙে যায়। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে বীরভূম ঝাড়খন্ড রাজ্যের একাংশ।