New Update
/anm-bengali/media/post_banners/dQjZQmcWmW7lPVGkQIF6.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের জে.ডি.এ চেয়ারম্যান পদে কার্যভার গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা গঙ্গা প্রসাদ শর্মা। এদিন জে.ডি.এ চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ জেলা তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর। রীতিমতো নব নিযুক্ত জে.ডি.এ চেয়ারম্যানকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক থেকে শুরু করে শীর্ষ স্তরের তৃণমূল নেতৃত্ব।সোমবার মোট ১১ জনের কমিটি গঠন করাহয়। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং অতিরিক্ত জেলাশাসকও এই কমিটিতে রয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us