​দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ কোচবিহার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মীনা তর। সোমবার দুপুরে কোচবিহার পৌরসভার মহকুমা শাসক রাকিবুল ইসলাম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। তার দায়িত্ব গ্রহণ করার আগে কোচবিহার পৌরসভার সামনে কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত প্রশাসকসহ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। করোনা বিধি মেনেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এরপরই তিনি কোচবিহার পৌরসভায় প্রবেশ করে দায়িত্বভার বুঝে নেন। পরে মীনা দেবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শহরকে উন্নয়ন মূলক কাজ কর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সবসময় কাজ করে যাবেন। স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় থাকার বার্তা দিয়েছেন মীনা দেবী।