New Update
/anm-bengali/media/post_banners/junYqu9ZNp2wVM5tItf9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নাহঃ আর দেশে ফেরার পথ নেই। ফলে এবার শরণার্থীর সুবিধা চেয়ে রাষ্ট্রপুঞ্জের অফিসের সামনে বিক্ষোভ আফগানদের। জানা গিয়েছে, সোমবার বসন্ত বিহারে রাষ্ট্রপুঞ্জের দূতাবাসের সামনে আফগানিরা দিল্লির বিভিন্ন জায়গা থেকে এসে প্রতিবাদ জানান। কয়েক বছর ধরে হাজার হাজার আফগান শরণার্থী হিসেবে দিল্লিতে রয়েছেন। এদের মধ্যে অনেকের দাবি দীর্ঘ বছর দিল্লিতে থাকার পরেও বহু আফগানিকে এখনও অবধি শরণার্থী কার্ড দেয়নি রাষ্ট্রপুঞ্জ। তাই তাঁরা কর্ম সংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় সিম কার্ড নিতে পারছেন, শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনও সুবিধাও পাচ্ছেন না। বারবার রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখে কোনও সদুত্তর পাননি বলে আফগানদের অভিযোগ। ফলে তাঁরা রাষ্ট্রপুঞ্জের সামনে প্রতিবাদ জানাতে এসেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us