নিজস্ব সংবাদদাতাঃ সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে করোনা কালে যেন বাঙালি সঠিক ভাবে দুর্গাপুজো পালন করতে পারে তার জন্য দুর্গাপুজো বিষয়ে নির্দেশিকা জারি করল ফোরাম ফর দুর্গা উৎসব।
খোলামেলা মণ্ডপ, প্যান্ডেলের প্রবেশ পথে ব্যারিকেড, দর্শকদের স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক, পুজোয় গোটা ফল ব্যবহার ও শোভাযাত্রা কম সংখ্যক লোক নিতে হবে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ফোরাম ফর দুর্গা উৎসব কমেটির পক্ষ থেকে।