New Update
/anm-bengali/media/post_banners/3iYnrzdTLlHp186o4UpT.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : সোমবার থেকে উত্তরবঙ্গের উদ্যানগুলি খুলতে চলেছে পর্যটকদের জন্য। সরকারি নির্দেশিকা অনুযায়ী খোলা হচ্ছে এই উদ্যান গুলো। তার আগে রবিবার উদ্যান ও কানন (উত্তর) বিভাগের তত্ত্বাবধানে অন্যান্য উদ্যানের পাশাপাশি মাল উদ্যানেও চলল শেষ মুহূর্তে প্রস্তুতি। করোনা পরিস্থিতিতে গত প্রায় দেড় বছর যাবৎ মালবাজার, জলপাইগুড়ির তিস্তা উদ্যান, কোচবিহারের এন.এন-এর মতো উদ্যানগুলি বন্ধ ছিল। পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসতেই পুনরায় উদ্যান গুলো খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্যান ও কানন (উত্তর) বিভাগের বিভাগীয় আধিকারিক অঞ্জন গুহ জানিয়েছেন, সরকারি স্বাস্থ্য বিধি মেনেই উদ্যানগুলি খালা হচ্ছে। সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মানতে হবে। পরতে হবে মাস্ক। সেক্ষেত্রে প্রতিমুহূর্তে উদ্যান কর্মীরা সজাগ নজর রাখবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us