অত্যাচারিতদের সুবিচার দিতে বিজেপি সিবিআই-কে সহযোগিতা করবে, বললেন দিলীপ

author-image
New Update
অত্যাচারিতদের সুবিচার দিতে বিজেপি সিবিআই-কে সহযোগিতা করবে, বললেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি:ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দিলীপ ঘোষ বললেন, অত্যাচারিতরা যাতে সুবিচার পায়, সে ব্যাপারে বিজেপি সহযোগিতা করবে। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বিজেপির জেলার কার্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শিবপ্রকাশজি। ভোট পরবর্তী পরিস্থিতি, আদালতের রায়, সিবিআই তদন্তে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে।