/anm-bengali/media/post_banners/z6YHr7IL7XdX288zth8u.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বাইক চোর সন্দেহে জিজ্ঞাসাবাদ দুই যুবককে। বেগতিক দেখে বাইক রেখেই চম্পট দুই অজ্ঞাত পরিচয় যুবকের। ওই যুবকদের পিছনে ধাওয়া গ্রামের একাধিক অন্যান্য যুবকরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য দাসপুর থানার রাজনগরে সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে রাজনগর গ্রামের কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগর বাজার এলাকায় নাড়াজোলের দিক থেকে এক বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দুই অজ্ঞাত পরিচয় যুবক। কী হয়েছে কী ব্যাপার প্রশ্ন করতেই পাশাপাশি বাইকের চাবি দেখাতে বলতেই বাইক ছেড়েই চম্পট দেয় ওই দুই অজ্ঞাত পরিচয় যুবক। তাদের পিছনে ধাওয়া করে অনেকেই,কিন্তু চোখের নিমেষে গা-ঢাকা দেয় তারা। স্থানীয়দের অভিযোগ বাইকটিকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। বাইকের সামনের এবং পিছনের নাম্বার প্লেট ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি বাইকের সামনের তার কেটে বাইক চালু করার চেষ্টা চলেছে। অন্যদিকে বাইকের চাবি দেখাতে পারেনি অজ্ঞাত পরিচয় ওই দুই যুবক। তবে ইতিমধ্যেই গ্রামিবাসীদের তরফে সমস্ত বিষয়টি দাসপুর পুলিশে জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us