পারালিম্পিকে ভারতের হয়ে খেলবেন ক'জন? দেখে নিন

author-image
Harmeet
New Update
পারালিম্পিকে ভারতের হয়ে খেলবেন ক'জন? দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ  টোকিও প্যারালিম্পিক্সে মোট ৫৪ জন ভারতের প্রতিনিধি অংশ নিতে চলেছেন টুর্নামেন্টে। মোট ৯টি খেলায় প্রতিনিধিত্ব করবে ভারতীয় অ্য়াথলিটরা। সেগুলোর মধ্যে রয়েছে তিরন্দাজি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), ব্যাডমিন্টন, সাঁতার সহ আরও অনেক খেলা।