​নিজস্ব সংবাদদাতাঃ গর্ভধারণ রুখতে বেশিরভাগ মহিলাই আস্থা রাখেন গর্ভনিরোধক পিলে। যদিও ৯৯.৭ শতাংশ কাজ করে এটি। তবু যেসব মহিলারা নিয়মিত গর্ভনিরোধক পিল খেয়ে থাকেন তাদের কিছু বিষয় নিয়ে সচেতন থাকা জরুরি। নিয়ত ঘটবে বিপদ।
১) ২৪ ঘণ্টার ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ে নিয়মিত ভিত্তিতে পিল খাওয়া উচিত। নইলে গর্ভধারণের ঝুঁকি থেকেই যায়।
২) পিল খাওয়ার পর যদি গা বমি বমি করে, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
৩) গরমে পিলের কার্যকারিতা নষ্ট হয়। তাই অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় পিল রাখা উচিত।
৪) পিরিয়ডের দ্বিতীয় বা পঞ্চমদিন থেকে পিল খাওয়া শুরু করুন।
৫) পিল খাওয়া শুরু করার পর যদি একদিনও ভুলে যান তাহলেই বিপদ। অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা সেক্ষেত্রে প্রবল।