'ধন্যবাদ বন্ধু', ধ্বংসের মাঝেও দেখুন 'মিষ্টি' ছবি

author-image
Harmeet
New Update
'ধন্যবাদ বন্ধু', ধ্বংসের মাঝেও দেখুন 'মিষ্টি' ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কথাতেই আছে, একটি ছবিই অনেককিছু কথা বলে যায়। তেমনই এক ঘটনা ঘটল আজ। গোটা আফগান প্রদেশ বর্তমানে তালিবান গোষ্ঠীর দখলে। প্রাণ রক্ষার তাগিদে বহু আফগান বাসী তথা বহু দেশের মানুষ অন্য দেশে ছুটে যাচ্ছেন। চারিদিকে শুধুই হিংসা, ধ্বংসের ছবি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে যা নিমেষেই হয়তো আপনার মন ভালো করে দেবে।