'সেলিব্রিটি সাংসদের সন্তান প্রসবের সময় হয়ে এলো, তবুও জানতে পারলো না সন্তানের পিতা কে'?

author-image
Harmeet
New Update
'সেলিব্রিটি সাংসদের সন্তান প্রসবের সময় হয়ে এলো, তবুও জানতে পারলো না সন্তানের পিতা কে'?

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিবাহ বহির্ভুত সম্পর্ক ইস্যু নিয়ে তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এবার সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে অন্তঃসত্ত্বা নুসরত জাহানকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'গরীব দলিত বিধায়ক...তাই বাংলার কিছু প্রথম শ্রেণীর Media House চোখ বন্ধ করেও পরকীয়া দেখতে পেল আর অন্যদিকে একজন সেলিব্রিটি সাংসদের সন্তান প্রসবের সময় হয়ে এলো, তবুও জানতে পারলো না সন্তানের পিতা কে !!!'