তালিবানি আতঙ্কের মাঝেই ফের আমেরিকাকে হুঁশিয়ারি IS-এর

author-image
Harmeet
New Update
তালিবানি আতঙ্কের মাঝেই ফের আমেরিকাকে হুঁশিয়ারি IS-এর


নিজস্ব সংবাদদাতাঃ
আমেরিকাকে নতুন করে হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন আইএস। এহেন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, জার্মানিও তাঁদের দেশের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে।