New Update
/anm-bengali/media/post_banners/9CiNXpPdHcNs423bZ7ZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তিনটি জায়গা উদ্ধার করা হয়েছে। এমনটাই দাবি তুললেন তালিবান বিরোধীরা। উত্তর আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাহিনী বলছে যে তারা পাঞ্জশির উপত্যকার কাছাকাছি তিনটি জেলা নিয়ে নিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী, যিনি তালিবানদের প্রতিরোধ করার অঙ্গীকার করেছেন, তিনি এক টুইটবার্তায় বলেছেন, পাঞ্জশিরের উত্তরে পার্শ্ববর্তী বাঘলান প্রদেশের দেহ সালেহ, বানো এবং পুল-হেসার জেলাগুলো উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us