বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপনে ব্যস্ত মধুসূদন মঞ্চ

author-image
Harmeet
New Update
বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপনে ব্যস্ত মধুসূদন মঞ্চ

নিজস্ব সংবাদদাতাঃ ২১ মার্চ  বিশ্ব পুতুল নাট্য দিবস। বিশ্বের নানা প্রান্তে পাপেট শিল্পীরা এই দিনটি উদযাপন করে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে।





 বিগত বছরের মত ডলস্ থিয়েটার এবারও এই বিশেষ দিনটি উদযাপন করল মধুসূদন মঞ্চে । ইতালিয় লেখক কার্লো কলোদির বিখ্যাত রূপকথা পিনোকিও গল্প অবলম্বনে ডলস্ থিয়েটারের পুতুল নাটক এই দিন মঞ্চস্থ হয়। 





 এদিন দর্শকদের মধ্যে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ছোটরা অবাক বিস্ময়ে উপভোগ করেছে ডলস্ থিয়েটারের পুতুল নাটক পিনোকিও । এই পুতুল নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ গুপ্ত । 



ডলস্ থিয়েটারের এই উৎসবে উদ্বোধন করে একঝাঁক ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক সুদীপ গুপ্ত ।এদিন আরও একটি অনুষ্ঠান পরিবেশন হয়, 'নট এ স্টোরি টেলার' প্রযোজিত গল্প 'দুই পাখির ইচ্ছেপূরণ'। এটি পরিবেশন করে অহনা এবং অস্মিতা ।