নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : গ্রামে-গঞ্জে চোলাই মদের রমরমা কারবার বন্ধ করতে গোপীবল্লভপুর ২ নং ব্লকের বাঘেশ্বর,কুসমাড়,বনডাহি সহ বিভিন্ন এলাকায় অভিযান বেলিয়াবেড়া থানার পুলিশ ও আবগারি দফতরের। উদ্ধার ২৪০ লিটার চোলাই মদ ও ৩৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ।
জানা গিয়েছে, গোপীবল্লভপুর ২ নং ব্লকের বাঘেশ্বর,কুসমাড়,বনডাহি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় বেলিয়াবেড়া থানার পুলিশ ও আবগারি দফতর। এই খবর পেয়ে চোলাই ঠেক মালিকরা পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাইয়ের কারবার চলছিল। অভিযোগ পেয়ে এদিন চোলাই মদের ঠেকে হানা দেয় পুলিশ ও আবগাড়ি দফতরের পুলিশ। উপস্থিত ছিলেন আবগাড়ি দপ্তরের আইসি জয়ন্ত বোস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।