স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় বিস্মিত সকলে!

author-image
Harmeet
New Update
স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় বিস্মিত সকলে!

 নিজস্ব সংবাদদাতাঃ এ বার মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সময়েই তিন মাসের জন্য জেলা বা মহকুমা হাসপাতালে কাজ করতে যেতে হবে পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের। দেশে জুড়ে এমনই নিয়ম চালু করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। সেই মতো রাজ্যেও নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, সরকারি-বেসরকারি সব মেডিক্যাল কলেজের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিস্ট্রিক্টরেসিডেন্সি প্রোগ্রাম’। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, মেডিক্যাল কলেজে পড়াশোনার পাশাপাশি সামাজের প্রতিটি স্তরেই যোগসূত্র বৃদ্ধি করা প্রয়োজন পিজিটিদের। না হলে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে।