New Update
/anm-bengali/media/post_banners/WilpxaORWgbE1tV3yocB.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে এবার এই রমজানে রাশিয়ার বিরুদ্ধে প্রার্থনার আবেদন জানালেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি।
তিনি বলেন, "রমজানের এই পবিত্র মাসে প্রার্থনার শক্তি আমাদের ইউক্রেনকে রাশিয়ান ধর্মহীন মন্দ থেকে রক্ষা করুক। রাশিয়া সত্যিকারের কিছুই বিশ্বাস করে না এবং সেই কারণেই তারা এই ধরনের সন্ত্রাস করতে সক্ষম। পরের রমজান শান্তিতে এবং রাশিয়া থেকে মুক্ত সমগ্র ইউক্রেনীয় ভূমিতে শুরু হবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us