বাস্তবের হিরো, RPF-এর তৎপরতায় প্রাণে বাঁচলেন একাধিক যাত্রী

author-image
Harmeet
New Update
বাস্তবের হিরো, RPF-এর তৎপরতায় প্রাণে বাঁচলেন একাধিক যাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ রেল স্টেশনে হুড়োহুড়ির ছবি নতুন নয়। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে থাকেন। একটু অসাবধানে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনও সময়ে। দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য সদা তৎপর রেলওয়ে প্রোটেকশন ফোর্স। 

RPF কর্মীদের তৎপরতার রোমহর্ষক ঘটনা ফের ধরা পড়েছে ক্যামেরায়। একটি ভিডিওতে দেখা গিয়েছে কনস্টেবল সুশীল কুমার এক যাত্রীকে চলমান ট্রেন থেকে টেনে নিরাপদ দুরত্ব সরিয়ে দিয়েছেন। অপর এক ভিডিওতে দেখা গিয়েছে, বিশাল কাবলে নামের এক নিরাপত্তা কর্মী কোনওরকমে ঠেলে এক যাত্রীকে ট্রেনে তুলে দিয়েছেন।