ফোনে এই ১০টি অ্যাপ আছে? সর্বনাশ! এখনই ডিলিট করুন

author-image
Harmeet
New Update
ফোনে এই ১০টি অ্যাপ আছে? সর্বনাশ! এখনই ডিলিট করুন

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাটারি হল স্মার্টফোনের সবথেকে জরুরি উপাদান। তবে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার ফোনে থাকে এই অ্যাপগুলি। Fitbit, Uber, Skype, Facebook, Airbnb, Instagram, Tinder, Bumble, Snapchat, WhatsApp এগুলো সেই ক্ষতিকারক অ্যাপ। এর মধ্যে কিছু কিছু অ্যাপ আমাদের দৈনন্দিন কাজে লাগে। তাই সেগুলো বাদ দিয়ে বাকিগুলো সরিয়ে দিন ফোন থেকে। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত এই অ্যাপগুলির বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ক্লোজ় করার পরেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে।