সবজির মালা পরে পথে বিজেপি, দিল ডেপুটেশন!

author-image
Harmeet
New Update
সবজির মালা পরে পথে বিজেপি, দিল ডেপুটেশন!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আলু সহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলুর মালা পরে ঘাটাল শহরে মিছিল ও রাজ্যসড়ক অবরোধ করে ব্লক কৃষি দফতরে ডেপুটেশন দিল বিজেপি।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে গলায় আলু,লঙ্কা,বেগুনের মালা পরে, শহরে মিছিল করে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের ঘাটাল প্রগতি বাজার সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির নেতা-কর্মীরা,পরে ঘাটাল ব্লক সহ কৃষি অধিকর্তার দফতরে ডেপুটেশনও দেয় বিজেপির কিষাণ মোর্চা। রাজ্য সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে। কিছুক্ষণ অবরোধের পর তা তুলে নিয়ে ব্লক কৃষি দফতরে ডেপুটেশন জমা দিতে যান বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বিজেপির কিষাণ মোর্চার একটি প্রতিনিধি দল। আলু সহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আজকে শহরে মিছিল, পথ অবরোধ ও কৃষি দফতরে ডেপুটেশন বলে বিজেপির তরফে জানানো হয়। বিধায়ক শীতল কপাট রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, ''ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কৃষি ওদের ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ। কিন্তু আদেও তা মেনে চলেননি। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী উল্টো করে দিয়েছেন। তিনি শিল্পমুক্ত বাংলা করেছেন। মদ হচ্ছে শিল্প ও মাতাল হচ্ছে ভবিষ্যৎ। ফসলের নায্যমূল্য না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছেন। আমাদের দাবি, কৃষকদের তা পাইয়ে দিতে হবে।''