নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেস করা ছেলেদের চাকরি দেওয়ার পক্ষে কামারহাটির বিধায়ক মদন মিত্র। সুযোগ পেলে আরো চাকরি দেবেন বলেও মন্তব্য করেন। তারপরই কামারহাটির বিধায়কের মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। এবার এ নিয়ে আরেকটি লাইভ করলেন মদন। তার করা মন্তব্যকে কাটছাঁট করে রগরগে সংবাদ বানানো হচ্ছে বলে অভিযোগ তার। লাইভে বাম জামানারও অনেক নির্দশন তুলে ধরেছেন বিধায়ক। এক হাত নিয়েছেন সুজন চক্রবর্তীকে। সেই সঙ্গে সুর চড়িয়েছেন বিরোধীদের বিরুদ্ধেও।