নো ইডি, সিবিআই, অন্যের পয়সায় ফুটানি! "চাপলেস" শ্রীলেখা

author-image
Harmeet
New Update
নো ইডি, সিবিআই, অন্যের পয়সায় ফুটানি! "চাপলেস" শ্রীলেখা

নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্যতম স্পষ্টবক্তা ও একইসঙ্গে বিতর্কিত নায়িকা শ্রীলেখা মিত্র। বরাবর মনের কথা মুখে আনতে দ্বিধা করেন না। এবারেও তাই। টলিউডের "লিডিং হিরো" বনি সেনগুপ্তকে ইডি জেরা করতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন শ্রী। 

সোশ্যাল মিডিয়ায় দুইদিকে বেনুনি করা চুলের ছবি পোস্ট করে খোলাখুলি লিখলেন, "হ্যাঁ, এখনও মন থেকে স্কুলগার্ল। মাঝে মাঝে আমার মনে হয় মেয়ের থেকেও বয়স কম"। বয়স যে লুকান না সেটাও লিখে দিলেন। আর শেষ লাইনে আসলে পাঞ্চ। লিখলেন, "চাপলেস জীবন নো ইডি নো সিবিআই নো অন্যের পয়সায় ফুটানি"।