তালিবানদের দখলে আফগানিস্তান, ভেঙ্গে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো, বাড়ছে অনাহার

author-image
Harmeet
New Update
তালিবানদের দখলে আফগানিস্তান, ভেঙ্গে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো, বাড়ছে অনাহার

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে গোটা আফগান প্রদেশ তালিবানদের দখলে। যতদিন এগোচ্ছে পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে দেশে। ইতিমধ্যে এই নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশে স্বাস্থ্য পরিকাঠামোর অবনতি হচ্ছে। সংঘর্ষের কারণে অসংখ্য মানুষ ক্ষুধা ও অসুস্থতার শিকার হয়েছে।

 এক রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক, যার মধ্যে ৪০ লক্ষেরও বেশি মহিলা এবং প্রায় ১০ মিলিয়ন শিশু রয়েছে, তাদের মানবিক সহায়তার অত্যন্ত প্রয়োজন।