শ্মশানের জমি দখলের অভিযোগে আমরণ অনশন বিজেপির

author-image
Harmeet
New Update
শ্মশানের জমি দখলের অভিযোগে আমরণ অনশন বিজেপির

হরি ঘোষ, দুর্গাপুর : ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায় শ্মশানের জমি দখল করে নেওয়ার প্রতিবাদে বিজেপির নেতাকর্মীরা আমরণ অনশনে বসলেন বুধবার সকাল আটটা নাগাদ। অনশনকারীদের অভিযোগ, এলাকার জমি মাফিয়ারা দীর্ঘদিন ধরে শ্মশানের জমি দখলে নিয়ে বহুতল আবাসন নির্মাণ করছে। মুখ্যমন্ত্রী, জেলাশাসক, পুলিশ কমিশনার, ওসি, মহকুমাশাসক, দুর্গাপুর পৌরসভা ও আসানসোল - দুর্গাপুর উন্নয়ন পর্ষদে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
উল্লেখ্য, গোপালমাঠের জাতীয় সড়কের ধারে রয়েছে দীর্ঘদিনের পুরনো একটি শ্মশান। তার পাশে তৈরি হচ্ছে একাধিক বহুতল আবাসন। শ্মশানের রাস্তা দখল করে এই আবাসন তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলে আবাসনের সামনেই ১২ ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা তুমুল প্রতিবাদ দেখান। তাদের দাবি শ্মশানের রাস্তা দখল করা যাবে না। তাদের অভিযোগ, শ্মশানের রাস্তা দখল করে নিচ্ছে ওই বেসরকারি নির্মাণকারী সংস্থা। তারা প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। তারপরেও কোন সুরাহা মিলছে না বলে অভিযোগ করে। দ্রুত তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয় সেই সময়।অনশনকারী বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি জানান, ''জমি মাফিয়াদের জমি দখলের বিষয়টি মুখ্যমন্ত্রী, পুলিশকমিশনার, এমপি, এমএলএ সহ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। তাই আমরা আমরণ অনশনে বসেছি।''