New Update
/anm-bengali/media/post_banners/PhKuKNxXburTORuBD2Gn.jpg)
নিজস্ব সংবাদদাতা: এমন একটি গ্রাম আছে, যেখানে 'ধাদিচা' রীতি রয়েছে। বউ ভাড়া নেওয়া গ্রাম্য আইনে বৈধ। পুরুষরা বউ ভাড়া করে দাম্পত্য সুখ উপভোগ করছে। এই গ্রামটি ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় রয়েছে। বউ ভাড়া নেওয়ার আগে সরকারি স্ট্যাম্পে চুক্তিপত্র দেওয়া হয়। উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে। বিয়ে করা তাদের কাছে নাকি ঝামেলার বিষয়। কোনো নারীকে বিয়ে করে স্থায়ীভাবে দায়ভার নিতে চায় না ছেলেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us