New Update
/anm-bengali/media/post_banners/BJLLqIo3Znu6bUet2nyT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্টিফেন কনস্টানটাইনের সহকারী কোচের পদে কাজ করেছিলেন আইসল্যান্ডের ৩৬ বছর বয়সী কোচ থোরহালুর সিগার্সন। ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হতশ্রী হলেও সিগার্সনের বায়োডাটা চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গলকে আগেই বিদায় জানিয়েছেন তিনি। এবার পেলেন বিরাট দায়িত্ব। আইসল্যান্ড ফুটবল সংস্থার প্রতিভা অন্বেষণ বিভাগের প্রধানের পদে দায়িত্ব পেয়েছেন সিগার্সনে। সেই সঙ্গে থাকবেন দেশের অনুর্দ্ধ-২১ এবং অনুর্দ্ধ-১৫ দলের প্রশিক্ষণের দায়িত্বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us