New Update
/anm-bengali/media/post_banners/hRdBnwToi5v3CRvjUBgj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলছিল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন। সেদিনই ঘটল এক অপ্রীতিকর ঘটনা। জানা গিয়েছে, অধিবেশনে বক্তব্য রাখছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। সেই সময় নাকি ব্যস্ত ছিলেন তৃণমূলের ওপর কাউন্সিলর ডলি বসু। বিষয়টি নজরে পড়তেই বেজায় রেগে যান চেয়ারপার্সন মালা রায়। বক্তাকে থামতে বলে পুরসভার এক কর্মীকে নির্দেশ দেন ডলি বসুর মোবাইলটি কেড়ে নিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us