ভারতীয় সেনাদের জন্য বিশেষ 'উপহার'

author-image
Harmeet
New Update
ভারতীয় সেনাদের জন্য বিশেষ 'উপহার'

নিজস্ব সংবাদদাতাঃ বাজরা নিয়ে বড় তথ্য দিল ভারতীয় সেনা। এবার সেনা জওয়ানদের খাবারের পাতেও পড়তে চলেছে বাজরা। বুধবার ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, 'জাতিসংঘ ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে ঘোষণা করার প্রেক্ষাপটে বাজরা রফতানি বাড়ানোর লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী সেনাদের রেশনে বাজরার প্রবর্তন ঘটল। গম, আটার জন্য অর্ধ শতকেরও বেশি সময় ধরে সেনাবাহিনীর খাবারে বাজরা দেওয়া হত না, কিন্তু এখন থেকে বাজরার ফের স্বাদ নিতে পারবেন জওয়ানরা।'