বেকায়দায় বিজেপি! ভোটের আগে গেরুয়া শিবির ছাড়লেন শতাধিক

author-image
Harmeet
New Update
বেকায়দায় বিজেপি! ভোটের আগে গেরুয়া শিবির ছাড়লেন শতাধিক


নিজস্ব সংবাদদাতাঃ ভোটের আগে আবারও তামিলনাড়ুতে ব্যাপক দল বদলের ঘটনা ঘটল। বিজেপি ছেড়ে বহু মহিলা যোগ দিলেন এআইএডিএমকে-তে। জানা গিয়েছে, জেলা বিজেপির সহ-সভাপতি গঙ্গাদেবী শঙ্করের নেতৃত্বে চেঙ্গালপট্টু থেকে ১০০ জনেরও বেশি বিজেপির মহিলা ক্যাডার এআইএডিএমকে-তে যোগ দিয়েছেন। 






প্রাক্তন এআইএডিএমকে মন্ত্রী চিন্নাইয়া এবং এআইএডিএমকের জেলা সম্পাদক চিতলাবাক্কাম রাজেন্দ্রনের উপস্থিতিতে ক্যাডাররা আঞ্চলিক দলে যোগ দিয়েছেন। এদিকে এআইএডিএমকে নেতারা তাদের দলে মহিলা ক্যাডারদের স্বাগত জানান এবং সদস্যপদ কার্ড হস্তান্তর করেন।