খাবার ও জল এখন একদম ফ্রি! ৯৯% মানুষ জানেই না এটা

author-image
Harmeet
New Update
খাবার ও জল এখন একদম ফ্রি! ৯৯% মানুষ জানেই না এটা

নিজস্ব সংবাদদাতাঃ রেলওয়ে এবং IRCTC যাত্রীদের অনেক ধরনের সুবিধা দেয় যার একটি বিষয় সম্পর্কে অনেকেই জানে না। ভারতীয় রেল যাত্রীদের বিনামূল্যে খাবার এবং পানীয় জল দেয়। তবে সেখানে রয়েছে একটা শর্ত। ভারতীয় রেলের নিয়ম অনুসারে, ট্রেন দেরি হলে IRCTC-এর ক্যাটারিং নীতির অধীনে যাত্রীদের ব্রেকফাস্ট এবং হালকা খাবার দেওয়া বাধ্যতামূলক। যদি ট্রেন ২ ঘন্টা বা তার বেশি লেট করে তখন এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পাবে এই সুবিধা। শতাব্দী, রাজধানী এবং দুরন্তর মতো এক্সপ্রেস ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই বিষয়টি প্রযোজ্য।