মণীশ সিসোদিয়াকে চোখে হারাচ্ছেন মুখ্যমন্ত্রী?

author-image
Harmeet
New Update
মণীশ সিসোদিয়াকে চোখে হারাচ্ছেন মুখ্যমন্ত্রী?

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ টালবাহানার পর আজ বুধবার অবশেষে বাজেট পেশ হতে চলেছে দিল্লিতে। জানা গিয়েছে, ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অর্থমন্ত্রী কৈলাশ গেহলট দিল্লি বিধানসভায় পৌঁছেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এদিন অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বাজেট পেশ করবেন। আসলে ২১ শে মার্চ উপস্থাপিত বাজেট নিয়ে দিল্লির সর্বত্র আলোচনা চলছিল। সাধারণ দিল্লিবাসীরাও অপেক্ষা করছিলেন এবারের বাজেটে তাদের জন্য কী বিশেষ হবে। কিন্তু সোমবার রাত ৮টার মধ্যে সবকিছু পাল্টে যায়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই জানিয়েছেন যে ২১ শে মার্চ বাজেট পেশ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির বাজেট উপস্থাপনে বাধা দিয়েছে। কেজরিওয়াল বলেন, কেন্দ্রীয় সরকার অনুমোদন না করায় তিনি মঙ্গলবার দিল্লির বাজেট উপস্থাপন করতে পারবেন না।